AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন


বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকে তারা এই কর্মসূচি করেন। এসময় বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে ফি নির্ধারণের দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় আবেদন ফি চরম বৈষম্যমূলক। আবেদনের সময় আমাদের একবার ১০৮০ টাকা এবং পরীক্ষায় বসার আবেদনের সময় আবার ৪০২০ টাকা দিতে হচ্ছে। আমরা যারা ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করি তাদেরকে পরীক্ষা দিতে ঢাকায় যেতে একটা বড় অঙ্কের টাকা চলে যায়। একদিকে বেকারত্বের অভিশাপ অন্যদিকে অতিরিক্ত ফি এর চাপে আমাদের নাকাল হতে হয়। তাছাড়া আমাদের অনেকেরই আবেদন ফি এর টাকায় এক মাসের খরচ চলে যায়। আমাদের দাবি অনতিবিলম্বে বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফি এর সাথে সামঞ্জস্য রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

এসময় তারা আরও বলেন, আমরা আইন পেশায় যুক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন দেখি। আমাদের স্বপ্নগুলোকে এভাবে অঙ্কুরেই ভেঙ্গে দিবেন না। বৈষম্যের বিরুদ্ধে বড় একটা গনঅভ্যূত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। এই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে চাই। আর যদি ফি কমানো না হয় তাহলে কঠোর আন্দোলন করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!