রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির কার্যালয়ে দফায় দফায় বাকবিতন্ডার ঘটনার ঘটনা ঘটেছে। এসময় ‘ভিসি কিভাবে তার পদে থাকে তা আমি দেখে নিবো’ বলে হুমকি দেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এদিকে একই দিন রাতে বহিরাগতদের সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন ড. এয়াকুব। ছাত্রদলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে চাপে ফেলতে ও নিজ উদ্দেশ্য হাসিল করতে তিনি বহিরাগতদের সঙ্গে মিটিং করেছেন বলে আশংকা করছেন অনেকে।
একইসঙ্গে এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বহিরাগতদের সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা গেছে। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।
সূত্র বলছে, গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে বাগবিতণ্ডার জেরে রাতে বহিরাগতদের সঙ্গে একান্ত বৈঠক করেন ইবি প্রো-ভিসি ড. এম ইয়াকুব আলী। মাগরিবের পরে ঝিনাইদহের ত্রিবেণী ইউনিয়নের বিএনপির সহ সভাপতি আবু জাফর মোল্লা ও সাধারণ সম্পাদক লাভলু মন্ডলের সঙ্গে মিটিং করেন তিনি। এছাড়া ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও মাসুদ রুমি মিথুনের সঙ্গেও মিটিং করেন প্রো-ভিসি। মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা সম্পূর্ণ জানা যায়নি। তবে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে দেওয়া হুমকির সঙ্গে এ মিটিংয়ের যোগসূত্র আছে বলে আশংকা প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষক।
স্থানীয় নেতাদের সঙ্গে মিটিংয়ের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড ইয়াকুব আলী বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। জিয়া পরিষদের শিক্ষক, বিএনপিপন্থী কর্মকর্তারা কারো দ্বারা হুমকিরশিকার হয়েছে কিনা সে বিষয়ে কথা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :