দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ বিভিন্ন ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।
রোববার (৯ মার্চ) রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় আড়াইশো শিক্ষার্থী এতে অংশ নেন।
মিছিলটি জব্বারের মোড় থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কৃষি কন্যা হল এবং কে. আর মার্কেট ঘুরে হ্যালিপ্যাডে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা— "আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া", "উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট", "ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু"—সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।
বাকৃবি শিক্ষার্থী মেজবাউল হক বলেন, "৮ বছরের শিশু আছিয়া মাগুরায় তার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়, যা অমানবিক ও মধ্যযুগীয় বর্বরতার নজির। এই নির্মম ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি।"
তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারের উচিত এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। প্রয়োজনে আইন সংস্কার করেও দেশের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
সোহরাওয়ার্দী হল থেকে মোঃ নূরনবী বলেন, " আমরা আর কোনো মা-বোনের কান্না দেখতে চাই না! আমাদের কণ্ঠস্বর আজ একটাই—`ধর্ষকের ফাঁসি চাই!` প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :