AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবির স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও মিলনমেলা


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০৯:৪৮ এএম, ১৪ মার্চ, ২০২৫
কুবির স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও মিলনমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্পোর্টস ক্লাবের উদ্যাগে ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। ইফতার সামনে রেখে মাগুরায় ধর্ষণের শিকারে মারা যাওয়া আছিয়ার জন্য দোয়া করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়।

কুবি স্পোর্টস ক্লাবের ভলিবল টিমের আহ্বায়ক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত করা হয়। উক্ত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু হায়াত, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অন্যান্য শিক্ষক, কর্মকর্তাসহ স্পোর্টস ক্লাবের সদস্যরা। 

স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক এ. কে. এম. রাসেল বলেন, "আমরা স্পোর্টস ক্লাবের সদস্য এবং বিভিন্ন খেলার খেলোয়াড়রা মিলে আজকের ইফতারের আয়োজন করেছি। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মিলনমেলা তৈরি হয়েছে। এছাড়াও, আজকের ইফতারে আমরা মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আছিয়ার জন্য দোয়া করেছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।"

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সোহরাব উদ্দিন সৌরভ বলেন, "আজকের ইফতার মাহফিলে উপস্থিতি দেখেই বোঝা যায় যে স্পোর্টস ক্লাব একটি জনপ্রিয় ও প্রাণবন্ত সংগঠন। রমজান মাসের এই মহতী আয়োজন আমাদের মাঝে আরও সহানুভূতিশীলতা ও সম্প্রীতি সৃষ্টি করবে। আমি এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি, এখানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি।"

উল্লেখ্য, স্পোর্টস ক্লাবের সদস্য মিনার আহমেদ উচ্চশিক্ষায় জার্মান ভিসা পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও গিফট প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!