দেশের উত্তরবঙ্গের অন্যতম কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় গড়ে ওঠা কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অ্যালামনাই অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম হতে আগত ঢাকায় সকল শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে কেএসডাব্লিউএডি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। শিক্ষার্থীদের কল্যানে কাজ করা অ্যাসোসিয়েশনটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম করে থাকেন। তারই ধারাবাহিকতায় ঢাকস্থ কুড়িগ্রামের শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
উল্লেখ্য,জুলাই অভ্যূত্থানের আগ পর্যন্ত এই সংগঠনটি একটা চক্র নিজেদের কাজে ব্যবহার করে যাচ্ছিলো কিন্তু অভ্যূত্থানের পরবর্তী সময় এটি আবার নতুন করে সাজিয়ে তার কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানের শুরু হয় কোরআন তেলওয়াত দিয়ে এর পর এক এক করে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেএসডাব্লিউএডির বর্তমান সভাপতি মোহাম্মদ ইমন মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন সরকার সহ কমিটির সাবেক ব্যাক্তিরা। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন বরেন্দ্র ব্যাক্তিরা। এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যেকে তাদের বক্তব্যে তুলে ধরেন কিভাবে কুড়িগ্রাম জেলাকে আরো উন্নত করা যায় এবং দেশ ও বিশ্বের কাছে আরো ভালোভাবে কুড়িগ্রাম জেলাকে কিভাবে তুলে ধরা যায়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :