AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৪:৪০ পিএম, ১৮ মার্চ, ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নবনির্মিত কলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, "নতুন কলা ভবন চালুর ফলে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে নিরসন হবে। এটি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে। একাডেমিক কার্যক্রমে গতি আসবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, হল প্রভোস্টগণ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, দশতলা ভিত্তির ওপর নির্মিত এ ভবনটিতে রয়েছে প্রতিটি ফ্লোরে পাঁচটি করে আধুনিক শ্রেণিকক্ষ। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই দৃষ্টিনন্দন ভবনটি কলা অনুষদের একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!