বুধবার (২৬ মার্চ) `মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি) এর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে জবি শিক্ষক সমিতি, জবি সাদা দল, সাংবাদিক সমিতি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সকল অংশগ্রহণকারী মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :