AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে জুলাই আন্দোলনে আহত ছাত্রদল কর্মীদের অবমূল্যায়ন করার অভিযোগ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৭:৩৫ পিএম, ২৬ মার্চ, ২০২৫
জবিতে জুলাই আন্দোলনে আহত ছাত্রদল কর্মীদের অবমূল্যায়ন করার অভিযোগ

২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হলেও নবগঠিত কমিটিতে উপেক্ষিত থাকার অভিযোগ তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী। তাদের দাবি, আন্দোলনে ত্যাগ স্বীকার করেও ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ হয়ে কমিটিতে জায়গা পাননি তারা।

অভিযোগকারী কর্মীদের মধ্যে রয়েছেন ২০২২-২৩ সেশনের ফয়সাল কামাল, ২০১৭-১৮ সেশনের মার্কেটিং বিভাগের অর্ণব, ২০১৯-২০ সেশনের ইসরাফিল ও নাসিম, এবং ২০১৭-১৮ সেশনের আতিক সিয়াম।

তথ্যসূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে জুলাই আন্দোলনে গুরুতর আহত ফয়সাল কামালসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মী এতে স্থান পাননি।

ফয়সাল কামাল সংবাদ সারাবেলাকে বলেন, "ছাত্রজীবনের শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হই। আন্দোলনের সময় দলীয় নির্দেশনায় প্রতিদিন মোহাম্মদপুর থেকে পুরান ঢাকায় এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ১৬ জুলাই যুবলীগ-ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হই এবং গুরুতর আঘাত নিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলাম। কিন্তু এই ত্যাগের কোনো মূল্যায়ন পাইনি। দলের পক্ষ থেকে আজও কোনো সাহায্য করা হয়নি।"

তিনি আরও বলেন, "নবগঠিত ৪৬০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আমাকে রাখার প্রয়োজন মনে করা হয়নি। অথচ ‘মাই ম্যান’ কোটায় অনেকেই স্থান পেয়েছেন, যাদের ৫ আগস্টের আগে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সাথে এই আচরণ মেনে নেওয়া কঠিন!"

এ বিষয়ে আন্দোলনকারী ছাত্রদলের আরেক কর্মী আতিক সিয়াম বলেন, "আমরা যারা মাঠে থেকে লড়াই করেছি, আমাদের বাদ দিয়ে রাজনীতির সুবিধাভোগীদের স্থান দেওয়া হয়েছে। আন্দোলনে আমাররক্ত ঝরেছে। আন্দোলনে কারা কী ভূমিকা রেখেছে, সেটা স্পষ্ট সবার কাছে। আমরা দলের জন্য কাজ করেছি, অথচ আমাদের উপেক্ষা করা হলো।"

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "আমরা ২০২২-২৩ সেশনের কোনো শিক্ষার্থীকে এই কমিটিতে রাখিনি। সর্বশেষ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী পর্যন্ত স্থান দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট ও অনুষদভিত্তিক যে কমিটিগুলো হবে, সেখানে তাদের রাখা হবে।"

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "আসলে কাউকে অবমূল্যায়ন করা হয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিছু নির্দেশনা ও উপহার এসেছে। যারা আন্দোলনে আহত ও সক্রিয় ভূমিকা পালন করেছে, ধারাবাহিকভাবে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।"

প্রশংগত, গত ২৩ ফেব্রুয়ারি মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও শামসুল আরেফিনকে সদস্য সচিব করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৪৬০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তবে গত কমিটিতে থাকা সিয়াম, ইসরাফিল, অর্ণব ও নাসিমকেও এবার পদবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পদবঞ্চিতদের দাবি, তারা ছাত্রদলের জন্য কাজ করলেও স্বজনপ্রীতি ও অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়েছেন। এখন দেখার বিষয়, দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয় কি না।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!