AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত


গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ‘ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি’র সঙ্গে সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।” স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

পটভূমি: গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ‘ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস’ গ্রুপ। বিশ্বব্যাপী এই কর্মসূচি পালনের অংশ হিসেবে ৭ এপ্রিল ধর্মঘট পালিত হবে।

রোববার দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, “গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় এবং ইসরায়েলি হামলায় প্রতিদিন বেড়ে চলা মৃত্যুর সংখ্যা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।”

তারা আরও জানায়, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুর ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনিদের নিজভূমি থেকে উচ্ছেদ করতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

বিবৃতিতে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। পাশাপাশি গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!