AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির সংহতি সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৬:১৮ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির সংহতি সমাবেশ অনুষ্ঠিত

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সমাবেশে বক্তারা গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের প্রতি এই বর্বরতা বন্ধের জন্য দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। তাঁরা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ সময় ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কটের আহ্বানও জানান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্রী হল প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী সমিতির প্রতিনিধিরা এই সংহতি সমাবেশে বক্তব্য রাখেন এবং ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, ইসরায়েল ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কট করারও আহবান জানানো হয়। 
সমাবেশ শেষে গাজায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে এবং ফিলিস্তিনিদের জন্য শান্তি ও ন্যায়ের প্রত্যাশায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!