নষ্ট চাকা নিয়েই নরসিংদী রুটে চলাচল করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত ‘নোঙ্গর’ বাস। কয়েকদিন ধরে বাসটির চাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামত না করে প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহার করা হচ্ছে। এতে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসটির একাধিক চাকা ক্ষতিগ্রস্ত। কোথাও রাবার উঠে গেছে, কোথাও আবার চাকার ভেতরের তার বেরিয়ে এসেছে। এমন অবস্থাতেও প্রতিদিন চলছে ‘নরসিংদী-জবি-নরসিংদী’ রুটে।
শিক্ষার্থীরা বলছেন, পরিবহন সেবার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে নোঙ্গর বাসের এ করুণ দশা। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং সমস্যার কথা বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জবি’র ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী রহমত উল্লাহ বলেন,“দীর্ঘদিন ধরেই বাসের চাকা নষ্ট। বিষয়টি আমরা পরিবহন অফিসে জানালে তারা একবার মিটিং করে, পরে বলেন গিয়াস মামাকে পাঠিয়ে দিতে। গিয়াস মামা বারবার যোগাযোগ করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি তারা।”
বাসটির চালক গিয়াস উদ্দিন বলেন,“বাসের দুইটি চাকা পুরোপুরি ক্ষয়ে গেছে। এ অবস্থায় চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নোঙ্গর বাসে চলাচলকারী শিক্ষার্থীরা দ্রুত বাস মেরামতের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা আর না ঘটে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :