AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইবিতে বর্ষবরণ


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৬:০৪ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইবিতে বর্ষবরণ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নতুন উদ্যমে পথচলার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে (১৪৩২ বঙ্গাব্দ) বরণ করে নেওয়া হয়েছে। ‘এবারের বৈশাখের স্বপ্ন শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে বর্ষবরণ উপলক্ষ্যে বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি আরম্ভ হয়। শোভাযাত্রাটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগ, হল, সমিতি, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশ নেয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রঙ-বেরঙের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলেন। এরমধ্যে বর-কনে, কৃষক, জমিদার, কুলি, চাষী, জেলে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফিলিস্তিনের নির্যাতিত মানুষ ও ফ্যাসিবাদের প্রতিকৃতি ছিলো উল্লেখযোগ্য। এছাড়া গ্রাম বাংলার কৃষ্টি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির রঙ বেরঙের মুখোশ, পাখি ও বৈশাখী ফেস্টুন হাতে সকলেই আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এছাড়াও শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজন করা হয়।

আলোচনা সভায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ। এটি শান্তি, সম্প্রীতি, ঐক্য ও বৈষম্যহীন বাংলাদেশ। আন্দোলন পরবর্তী আমাদের এই ঐক্য হবে ফ্যাসিবাদের অবসানের ঐক্য। নতুন বছরে এই ঐক্যকে ধরে রেখে আগামীর বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের প্রত্যয়।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!