AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবির পার্কিং জোন থেকে সাইকেল চুরি: হাতেনাতে আটক যুবক


Ekushey Sangbad
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১:০২ পিএম, ১৮ এপ্রিল, ২০২৫
জবির পার্কিং জোন থেকে সাইকেল চুরি: হাতেনাতে আটক যুবক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পার্কিং জোন থেকে সাইকেল চুরি করতে এসে শিক্ষার্থীদের হাতে হাতেনাতে ধরা পড়েছে আজাদ নামের এক যুবক। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ লালবাগ এলাকার বাসিন্দা। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন তিনি। এতে সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বিভিন্ন শিক্ষার্থীর দাবি, দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছিল বিশ্ববিদ্যালয় এলাকায়। আজাদকে আটকের পর পুরনো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাইকেল চুরির ঘটনায় জড়িত ব্যক্তির সঙ্গে তার শারীরিক গড়ন, পোশাক, হাতে কাটা দাগ, আংটি ও ঘড়ি মিল রয়েছে। এতে নিশ্চিত হওয়া যায়, আজাদই সেই চোর।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮ শিক্ষার্থী হলেন:

  • মেহেদী ও শান্ত (আইন বিভাগ)

  • মোমিন (ইতিহাস বিভাগ)

  • তাইজুল (ফিন্যান্স বিভাগ)

  • হৃদয় (দর্শন বিভাগ)

  • সবুজ (মার্কেটিং বিভাগ)

  • সাদ্দাম (আধুনিক ভাষা ইনস্টিটিউট)

  • মিলন (হিসাববিজ্ঞান বিভাগ)

তারা জানান, তাদের সাইকেল চুরির ঘটনাও একই ব্যক্তির সঙ্গে মিলে যাচ্ছে। আজাদের অভিভাবকরা ঘটনার দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অভিযুক্ত আজাদ অবশ্য দাবি করেন, “আমি কোনো চুরি করিনি, এসব ব্যাপারে কিছুই জানি না।”
তবে তার বড় ভাই আরমান বলেন, “আজাদ সবসময় আমাদের সঙ্গে সবজির দোকানে থাকে। গতকাল সে জানায়, তার একটি দাওয়াত আছে। এরপর সে আর বাড়ি ফেরেনি। ও নেশাও করে। হয়তো নেশার ঘোরেই এসব করেছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!