বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি চলমান বৈষম্য নিরসন এবং তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার হাতে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘বৈষম্যের অবসান চাই’, ‘ইঞ্জিনিয়ারদের অধিকার ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, “বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি একটি পেশাদার ডিগ্রি। চার বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জনের পরও কর্মক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের পদমর্যাদায় বৈষম্য করা হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্মানহানিকর।”
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) বা সমমানের পদে নিয়োগের জন্য সবার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নিশ্চিত করতে হবে। কোনো কোটার ভিত্তিতে বা ভিন্ন নামে সমমানের পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া যাবে না। ২. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য সমান সুযোগ রেখে পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ "ইঞ্জিনিয়ার" পদবী ব্যবহার করতে পারবে না—এই বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, "আমরা কারও যৌক্তিক দাবির বিরোধিতা করি না, তবে নিজেদের প্রতি বৈষম্য মেনে নেওয়া যায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাইলে তাদের দাবি করুক, তবে সরকারি চাকরিতে কোটা সুবিধা বা বিএসসি না করেও ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করার প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয়।"
মানববন্ধনের আয়োজকরা জানান, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজেও একই দাবিতে আন্দোলন চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :