প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘বিচার চাই, ফাঁসি চাই’, ‘পারভেজ হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগানে উত্তাল করে তোলে পুরো চত্বর। এরপর শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ মানববন্ধন সঞ্চালনা করেন। তিনি বলেন, “পারভেজ আমাদের ভাই। তার বাবার আর্তনাদ আমাদের চোখে জল এনেছে। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।”
একই বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “ঠুনকো অজুহাতে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। আজ পারভেজ, কাল আমি বা আপনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ন্যায়বিচার চাই।”
গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, “এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন—সে ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্য কোনো সংগঠনের সদস্য—তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :