AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে হঠাৎ উপাচার্য, পাঠদানের মান ও শিক্ষার্থীদের মতামত নিলেন


Ekushey Sangbad
পাপড়ি খানম, খুলনা বিশ্ববিদ্যালয়
০৪:১২ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে হঠাৎ উপাচার্য, পাঠদানের মান ও শিক্ষার্থীদের মতামত নিলেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ২১ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং ইংরেজি ডিসিপ্লিনের কয়েকটি ক্লাস পরিদর্শনে যান। শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান যাচাই করতে তিনি সরাসরি ক্লাসরুমে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ক্লাস পরিচালনার পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও বিষয়বস্তুর প্রতি আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, “শিক্ষা কেবল সনদ অর্জনের জন্য নয়, বাস্তবজীবনে প্রযোজ্য জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে বিবেচিত হওয়া উচিত। আমাদের শিক্ষা হতে হবে বাস্তবমুখী, গবেষণানির্ভর এবং প্রযুক্তিকেন্দ্রিক।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি। যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, সেখানে পর্যায়ক্রমে ল্যাব স্থাপন করা হবে।”

উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ওবিই (Outcome Based Education) কারিকুলাম, বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষকদের পাঠদানের পদ্ধতি আরও অংশগ্রহণমূলক এবং কার্যকর করার তাগিদ দেন।

শিক্ষার্থীরা এ সময় শ্রেণিকক্ষ সংকটসহ কয়েকটি সমস্যা তুলে ধরলে উপাচার্য আশ্বস্ত করেন, “চলমান দশতলা বিশিষ্ট চতুর্থ একাডেমিক ভবনের কাজ শেষ হলে ক্লাসরুম সংকট অনেকটাই কমে যাবে। এছাড়া অন্যান্য সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধান করা হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!