কৃষিবিদদের সঙ্গে কৃষি ডিপ্লোমাধারীদের চাকরিক্ষেত্রে চলমান জটিলতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষকদের নিয়ে একটি ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান নিজেই। অন্যান্য সদস্যরা হলেন—
অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান (কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ)
অধ্যাপক ড. মো. আবদুল কাদের (কৃষিতত্ত্ব বিভাগ)
অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার (কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ)
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (বায়োটেকনোলজি বিভাগ)
অধ্যাপক ড. মো. আমির হোসেন (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ)
অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ (কীটতত্ত্ব বিভাগ)
অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন হাওলাদার (কীটতত্ত্ব বিভাগ)
অধ্যাপক শরীফ আর রাফি (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ)
এবংসদস্য সচিব হিসেবে থাকবেন অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান (পরিবেশ বিজ্ঞান বিভাগ)।
কমিটির আহ্বায়ক ড. মুজিবুর রহমান বলেন, “গতকাল কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে আমরা গভীরভাবে দুঃখিত। কৃষিবিদদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় আমরা শিক্ষক সমাজ সর্বোচ্চ সমর্থন ও সংহতি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সরকার যেন এই সমস্যার সুষ্ঠু, সম্মানজনক এবং স্থায়ী সমাধান দেয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা কৃষি শিক্ষার মান রক্ষায় কোনো ধরনের আপস করব না।”
কমিটি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে একটি সুপারিশমালা প্রস্তুত করবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :