খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে অপহরণের সাত দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল সকালে পিসিপি সদস্য রিশন চাকমাসহ চবির পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। অপহৃতদের মধ্যে রিশন চাকমা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা চারুকলা ইনস্টিটিউটে, দিব্যি চাকমা নাট্যকলা বিভাগে এবং লংঙি ম্রো প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নরত।
ঘটনার পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন এবং প্রগতিশীল সংগঠনসমূহ শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আন্দোলনে যুক্ত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, এই অপহরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ-এর প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন গ্রুপ জড়িত ছিল। জনচাপ এবং প্রশাসনের উদ্যোগে অপহরণকারীরা ধাপে ধাপে পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হয়।
পিসিপির রিবেক চাকমা জানান, অপহৃত শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তারা শারীরিকভাবে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
একুশে সংবাদ// স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :