AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক জোরদারে বাকৃবি ও কাসেটসার্টের চুক্তি



আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক জোরদারে বাকৃবি ও কাসেটসার্টের চুক্তি

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের (কেইউ) মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে যা দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ককে জোরদার করবে । এই উদ্যোগের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই সমঝোতার কার্যকারিতা শুরু হয়েছে ২৪ এপ্রিল থেকে এবং এটি আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে বলে জানিয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

চুক্তির আওতায় আগামী বছর থেকে অন্তত পাঁচজন বাকৃবি শিক্ষার্থী কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক ফোরাম এবং সেমিনারে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

এই চুক্তিপত্রে উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন—বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, আর কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি ড. দামরং শ্রীপরাম এবং ভেটেরিনারি অনুষদের ডিন সহকারী অধ্যাপক ড. খোংসাক থিয়াংতুম।

চুক্তির মাধ্যমে গোপনীয়তা, মেধাস্বত্ব, আইনি জটিলতা ও বিরোধ নিষ্পত্তির বিষয়ে ভবিষ্যৎ নির্দিষ্ট প্রকল্পের জন্য আলাদা আইনগত চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক বাহানুর জানান, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির এই পদক্ষেপ বাকৃবির শিক্ষার্থী ও গবেষকদের জন্য বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের এক উজ্জ্বল সুযোগ এনে দেবে। এটি পশুচিকিৎসা শিক্ষায় মানোন্নয়ন এবং বৈজ্ঞানিক দক্ষতা বিনিময়ের পথকে আরও সুগম করবে।

থাইল্যান্ডের ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত কাসেটসার্ট বিশ্ববিদ্যালয় কৃষি ও পশুচিকিৎসা ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা সম্পন্ন একটি সরকারি প্রতিষ্ঠান। অপরদিকে, বাকৃবি ১৯৬১ সালের কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই অংশীদারত্বে যুক্ত হয়েছে।

 

একুশে সংবাদ//বাকৃবি.প্র//এ.জে
 

Shwapno
Link copied!