AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এআইটি প্রত্যাহারসহ ৬ দফা দাবি অ্যাম্বুলেন্স মালিকদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৭ পিএম, ১০ জুলাই, ২০২৩
এআইটি প্রত্যাহারসহ ৬ দফা দাবি অ্যাম্বুলেন্স মালিকদের

অ্যাম্বুলেন্স এ প্রাইভেট কারের আয়কর বিআরটিএ কর্তৃক (AIT) প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বলেন, আমরা জাপান থেকে অ্যাম্বুলেন্স আমদানি করি, অ্যাম্বুলেন্স হিসেবে। বিআরটিএ রেজিস্ট্রেশন করি অ্যাম্বুলেন্স হিসেবেই, অথচ আয়কর দেয়ার সময় দিতে হয় প্রাইভেট গাড়ী হিসেবে। হাসপাতাল এবং ট্রাস্টি বোর্ডের অ্যাম্বুলেন্স এর ক্ষেত্রে আয়কর নেয়া হয় মাত্র ৫২ টাকা অথচ বেসরকারি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতীতে নেয়া হতো ৩০ হাজার টাকা, এবছর থেকে ৫০ হাজার টাকা নেয়া হবে বলে জানতে পেরেছি। সেবাখাতে একই দেশে দুই ধরনের আইন কি করে হয় সেটা আমাদের বোধগাম্য নয়।

 

তিনি বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সেবায় আমাদের অ্যাম্বুলেন্স অর্ন্তভুক্ত হয়ে সেবা দিয়ে আসছি। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলো অ্যাম্বুলেন্স টোল ফ্রি থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণার প্রায় ২ বছর পার হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। আমাদের টোল ট্যাক্স অ্যাম্বুলেন্স এর নেয়া হলেও মানি রিসিট দেয়া হয় মাইক্রোবাসের। আমরা দীর্ঘদিন ধরে জাতীয় নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরেও আমরা এর কোনো প্রতিকার পাইনি। জাতীয় নীতিমালার দাবীতে ৬৪ জেলায় মানবন্ধন করা হলেও হয়নি সুরাহা। উচ্চ আদালতে একটি রিট করা হলেও হয়নি সমাধান।

 

এ সময় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরেন তিনি। দাবিতে বলেন, সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে এ প্রাইভেট কারের মতো আয়কর (এআইটি) নেয়া চলবে না; অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা করতে হবে; অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন চাই; দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা চাই; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নিতে চাই; সড়কে হয়রানি মুক্ত পথ চলার দাবি করেন তারা।

 

তিনি আরও বলেন, এই দাবি আদায় না হলে, আগামী ২৫ জুলাই অ্যাম্বুলেন্স মালিক-চালাকদের সারাদেশে মানববন্ধনসহ কঠোর  কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

 

ভবিষ্যতে সেবার ধারা অব্যাহত রাখতে এমন হটকারি সিদ্ধন্ত প্রত্যাহারের জোড় দাবি জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা

Link copied!