রাজধানীর আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ (শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটি) এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) শান্তিনগর বাজার সোসাইটির স্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে দুই প্যানেলে ১২ জন করে ২৪ জন ও স্বতন্ত্র ২জন প্রার্থীসহ মোট ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটের সংখ্যা ১১৫৯ জন।
নির্বাচনে মুজিব-সিদ্দিক-লোকমান পরিষদে সভাপতি হিসেবে মোঃ মজিবুল হক, সহ-সভাপতি মোঃ আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন ফকির,পরিচালক পদে মোঃ এসকান্দার, এমরান হোসেন, মোতাহার হোসেন বাবুল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হারুন অর রশিদ লিটন, মোঃ মমিনুল ইসলাম, মোঃ মনির হোসেন, বিপুল হাসান বিপ্লব ও মোঃ জসিম উদ্দিন প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
কানন-বাবু-সোহেল পরিষদে সভাপতি হিসেবে মুহাম্মদ ঈমান হোসেন কানুন, সহ-সভাপতি হাজী সিরাজুল হক ভূঁইয়া বাবু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সোহেল, পরিচালক পদে হাজী জাহিরুল ইসলাম খান রিয়াজ, মোঃ জাহাঙ্গির আলম, মোস্তাফিজুর রহমান (বাবুল), মোঃ শামসুল আলম সবুজ, মোহাম্মদ মনির আহম্মদ, মোহাম্মদ আশরাফুল ইসলাম (দুলাল), মোঃ আল-আমিন, মোঃ সাহাব উদ্দিন ও মোঃ ইব্রাহিম প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকল প্রার্থী ভাই ভাই। যেই জয়ী হবে, তার সাথে এক হয়ে এই সোসাইটির উন্নয়নে কাজ করব।
ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমদের খুব কাছের মানুষ। নির্বাচনেতো সকলকে জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিঃ এর উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সকল সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবে এটা আমাদের কাম্য।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফরহাদ বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা
আপনার মতামত লিখুন :