রাজধানীর ওয়ারীর যুগিনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলা বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ওয়াজ করোনি খান (২৩) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ২টারদিকে এই দুঘাটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ভাই আব্দুল বারু খান জানান, ওয়ারী জুগিনগর মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনের দোতালায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতের স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা বাড্ডার বড় বেড়াইত এলাকার জাহাঙ্গীর খানের ছেলে। নিহত দুই ভাই এক বোন সে ছিল সবার মধ্যে ছোট।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :