রাজধানীর মহাখালীর ১৪ তালা খাজা টাওয়ারের আগুন থেকে বাঁচতে দড়ি বেয়ে নামতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এছাড়া আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও একযোগে কাজ করছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেলে আগুনের খবর পেয়ে বেশ কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়, এরপর আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে বহুতল ভবনটি থেকে দড়ি বেঁয়ে ও লাফিয়ে নামার চেষ্টা করে আহত হয়েছেন।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :