রাজধানীর কাফরুলের তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনে আগুন দিতে গিয়ে সিয়াম নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছে। পরে গণপিটুনি দিয়ে ওই যুবককে পুলিশে দেয় জনতা।
শনিবার (১৮ নভেম্বর) রাতে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
টানা ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর সিয়াম নামের ওই যুবককে আটক করে উপস্থিত জনতা।
আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নিভে যায়।
এদিকে শনিবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে গুলিস্তানের কাপ্তান বাজারে কমল পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :