ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বিনা রানী চক্রবর্তী (৪০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এইচ ডি ইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম জানান, গত ১৮ ডিসেম্বর সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ছয় জন বার্নের জরুরি বিভাগে এসেছে । তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্য চারজনের অবস্থা আশঙ্কার জনক হওয়ায় তাদেরকে ভর্তি রাখা হয়। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বিনা রানী চক্রবর্তী মারা যান। তার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে দগ্ধ,দেবা চক্রবর্তী ১৬% দগ্ধ ও পিনাক চক্রবর্তী ২৪% দগ্ধ অবস্থায় আমাদের বার্নে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, সোমবার রাতে বিনা রানীর মা উমা চক্রবর্তী চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারা যান এ নিয়ে মৃত বেড়ে ২।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :