AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী প্রচারণা আর নির্বাচনবিরোধী কর্মসূচিতে রাজধানীতে তীব্র যানজট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ৪ জানুয়ারি, ২০২৪
নির্বাচনী প্রচারণা আর নির্বাচনবিরোধী কর্মসূচিতে রাজধানীতে তীব্র যানজট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আর নির্বাচনবিরোধী কর্মসূচিতে রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানী ঢাকার পল্টন, বিজয়নগর, গুলিস্থান, শাহবাগ, কাওরানবাজার, সায়েন্স ল্যাব এলাকায় সৃষ্টি হয় এ যানজট।

বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত রাস্তায় গাড়ি আটকে এ যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয় থেকে টিএসসি পর্যন্ত র‌্যালির কারণে চারপাশে যানজট সৃষ্টি হয়।

অন্যদিকে প্রেসক্লাবের সামনে নির্বাচনবিরোধী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মসূচির জন্যে পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত যানজট সৃষ্টি হয়। তীব্র যানজটের কারণে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালগামী রোগীসহ সাধারণ মানুষ।

ফেসবুকে জোহায়ের ইবনে কলিম নামে একজন লিখেছেন, অসুস্থ মাকে চি‌কিৎসক দে‌খি‌য়ে ফির‌ছিলাম বাসায়। দুপুর ১টা থে‌কে (১ ঘণ্টা ২০‌মি‌নিট) শাহবা‌গে গা‌ড়ি‌তে বসা, শোভাযাত্রা ‍‍`উপ‌ভোগ‍‍` কর‌ছি। আহা কী আনন্দ‍‍`!

পল্টন মোড়ে মিডলাইন পরিবহনের একটি বাসের সহকারী রমজান মিয়া বলেন, এক ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি। কোনো নড়াচড়া নেই গাড়ির। এসবের কোন মানে আছে, রাস্তা আটক করার।


একুশে সংবাদ/য.ট.প্র/জাহা

Shwapno
Link copied!