নতুন শিক্ষা কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি যুগোপযোগী হলেও মৌলবাদীদের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
রোববার (২৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাঠ্যপুস্তক নিয়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, নতুন পাঠ্যক্রম খুবই যুগোপযোগী, কিন্তু ধর্মান্ধ মৌলবাদীদের তা পছন্দ নয়।
তিনি বলেন, পাঠ্যবইয়ের ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরি করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর এজেন্ডা বাস্তবায়ন করাই ধর্মান্ধ মৌলবাদীদের মূল উদ্দেশ্য।
শাহরিয়ার কবির বলেন, মৌলবাদীদের দাবি মেনে কোনো রচনা বা বিষয় প্রত্যাহার বা পরিবর্তন করা যাবে না।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :