AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটির দিনে বাণিজ্য মেলার শাটল বাসে উপচে পড়া ভিড়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩০ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
ছুটির দিনে বাণিজ্য মেলার শাটল বাসে উপচে পড়া ভিড়

বাণিজ্য মেলার দিন যত ফুরিয়ে আসছে ভিড় তত বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত শাটল বাস সার্ভিসের কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা গেছে।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে কুড়িল বিশ্বরোড বিআরটিসি শাটল বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বাণিজ্য মেলা উপলক্ষ্যে অস্থায়ী কাউন্টার বসানো হয়েছে। শুরুতে কম থাকলেও, ভিড় বাড়তে থাকায় গত সপ্তাহ থেকে কাউন্টারে লোকবল বৃদ্ধি করা হয়েছে।

কাউন্টারে টিকেট বিক্রির লোক থেকে শুরু করে টিকেট চেকিং এবং লাইন ধরে বাসে ওঠার শৃঙ্খলা ঠিক রাখার জন্য আলাদা আলাদা লোক কাজ করছেন।

ভিড় কেমন জানতে চাইলে কাউন্টার কর্মচারী কাওসার সময় সংবাদকে বলেন, শুধু ছুটির দিন না, প্রতিটি দিনই ভিড় হচ্ছে। তবে শুক্র-শনিবার সকাল থেকেই উপচে পড়া ভিড় থাকে। বাণিজ্য মেলা শুরুর প্রথম সপ্তাহে বাস পূর্ণ হতে আধাঘণ্টা সময় লাগতো। এখন দুই মিনিটে বাস পূর্ণ হয়ে যায়।

প্রতিদিন কী পরিমাণ টিকেট বিক্রি হচ্ছে জানতে চাইলে কুড়িল কাউন্টারের রব্বানি বলেন, ছুটির দিনগুলোতে শুধু কুড়িল বিশ্বরোড থেকে বাণিজ্য মেলার শাটল বাস সার্ভিসে লাখের ওপর টিকেট বিক্রি হয়।

বাস সার্ভিস প্রসঙ্গে ইমি নামে এক যাত্রী বলেন, এ নিয়ে এবার দ্বিতীয়বার বাণিজ্যমেলা যাচ্ছি। শুরুর দিকে টিকেট কেটে বাসের জন্য অপেক্ষা করতে হতো। এখন একের পর এক বাস আসছে। অপেক্ষার কষ্ট কমেছে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট বেড়েছে।

আরেক যাত্রী শোয়েব বলেন, দ্বিতল বাস ভ্রমণ একদিকে যেমনি আরামদায়ক অন্যদিক সাশ্রয়ী। এখানে শাটল বাস সার্ভিস ছাড়া গাড়ি বা সিএনজিতে বাণিজ্য মেলা গেলে কমপক্ষে আসা-যাওয়া ৬০০ টাকা খরচ হয়ে যায়। শাটল সার্ভিস থাকায় এ খরচ নেমে এসেছে ৭০ টাকায়।

শুধু কুড়িল বিশ্বরোড না, ফার্মগেট থেকেও সরাসরি বিআরটিসি বাস যাচ্ছে বাণিজ্য মেলায়। প্রতিদিন ৬৪টি বিআরটিসি বাস শাটল সার্ভিস দিচ্ছে। ৪০টি বাস ছাড়ছে কুড়িল থেকে আর ২৪টি ফার্মগেট থেকে।

তবে শুক্র-শনিবার ভিড় থাকায় এ দুই দিন ১৬১টি বাস শাটল সার্ভিস দিয়ে থাকে। কুড়িল থেকে বাণিজ্য মেলা যেতে টিকেটের দাম ধরা হয়েছে ৩৫ টাকা এবং ফার্মগেট থেকে ৭০ টাকা। ছুটির দিনে বাস বাড়ালেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!