আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে রাজধানীর কালা চাঁদপুরে নয়ানগর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন দু`টি প্যানেলে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ৫৬০০ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন।
নির্বাচনে রিপন-হিলারিশ-শুভজিৎ-আগষ্টিন পরিষদে ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে রিচার্ড রিপন সরদার, সহ-সভাপতি হিলারিশ হাউই ও কোষাধ্যক্ষ আগষ্টিন কস্তা, পরিচালক পদে তরুণ হাগিদক, রঞ্জিত পালমা, পিনাক দাস, দেবার্সন মানখিন, পলাশ রোজারিও, ডলিয়ন চিসিম ডেভিড, যোসেফ মন্ডল ও জুয়েল পিউরীফিকেশন, এছাড়াও ক্রেডিট কমিটিতে নীলম চিসিম, জয় ত্রিপুরা ও অংকুর যোহন কস্তা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে শ্যামল-রনি-পিউস পরিষদে সভাপতি হিসেবে শ্যামল ফ্লাক্স বিশ্বাস, সহ-সভাপতি রনি ক্লিন্টন বিশ্বাস, কোষাধ্যক্ষ পিউস কস্তা, ব্যবস্থাপনা কমিটিতে অভি পিউরিফিকেশন ও বনি আলবার্ট সরদার, এছাড়াও ক্রেডিট কমিটিতে প্রিন্স শান্ত দাস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থীরা বলেন, এখানে যারা প্রার্থী রয়েছেন সবাই একে অন্যের পরিবারের মত। আমরা আশা করি ভোটাররা সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ভোটাররা বলেন নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই নয়ানগর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আশা করি কোন ধরনের বিশৃঙ্খলা হবে না। তাছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :