ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দর্শনার্থীদের ভিড় জমে চোখে পড়ার মতো।
মেলা শেষের পথে, তাই মূল্যছাড় ও নানা অফার দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা চলছে। এমন সব স্টলে ক্রেতাদের উপস্থিতিও ছিলো বেশি। এক ছাদের নিচে সাশ্রয়ী দামে হরেক পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, ক্রেতা সমাগম হলেও আশানুরূপ বিকিকিনি হয়নি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শুক্রবারের চিত্র ছিলো এমন, প্রবেশের রাস্তায় যতদূর চোখ যায় শুধু ক্রেতা আর দর্শনার্থী। সকাল থেকে বাড়তে থাকে লোক সমাগম। বেলা গড়াতেই মেলা প্রাঙ্গণে জমে উপচেপড়া ভিড়।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দল বেঁধে দর্শনার্থীরা এসেছেন। এ যেন মিলনমেলা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে গলা ফাটিয়ে চলছে বিক্রেতাদের হাঁকডাক।
বিভিন্ন স্টল, মিনি প্যাভিলিয়ন ও প্যাভিলিয়নগুলোতে রয়েছে নতুন নতুন অফার। সেখানে ক্রেতাদের ভিড় ছিলো বেশি। সাশ্রয়ী দামে একসাথে হরেক পণ্য কিনে নিচ্ছেন অনেকে। তবে শুধু কম দাম নয়, ভাল মানকেও গুরুত্ব দিচ্ছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, এবার অসময়ে মেলা শুরু হওয়ায় তাদের প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না।
আগামী ২১শে ফেব্রুয়ারি পর্দা নামবে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :