প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় সেনাবাহিনী।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, তারা দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছান ১টা ১০ মিনেট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসির ৮টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :