আন্তর্জাতিক নারী দিবসে অন্তর্ভুক্তি অনুপ্রেরণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ উইমেন হোপ ফাউন্ডেশনের আয়োজনে মহাখালীর রাওয়া ক্লাবে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক দিলশাদ জামালের একটি জ্ঞানগর্ভ উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা সমসাময়িক যুগে নারীর ক্ষমতায়ন বিষয়ে একটি আকর্ষক বক্তৃতার সুর স্থাপন করে। পুরো সেমিনার জুড়ে, বিশিষ্ট বক্তারা তাদের অন্তর্দৃষ্টি প্রদান করেছেন, তাদের দক্ষতার সঙ্গে আলোচনাকে সমৃদ্ধ করেছেন।
সেমিনারে প্রফেসর ড. সৈয়দা লাসনা কবির জানান, নারীদের জন্য ‘অনুপ্রেরণাদায়ক অন্তর্ভুক্তি’ জরুরি। নারীদের এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে চিত্রিত করে ব্যক্তিগত অভিজ্ঞতাও জরুরি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকাদ্দিম বিন মুস্তাইনুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সেমিনারটি শুধুমাত্র অনুষ্ঠানের মূল বিষয়বস্তুই পুনর্ব্যক্ত করেননি বরং নারীদের অন্তর্ভুক্তির আশপাশের চ্যালেঞ্জ ও সুযোগের বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। উইমেন হোপ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত এই ধরনের সেমিনারগুলি লিঙ্গ সমতা এবং ক্ষমতায়ন অর্জনের দিকে সংলাপ বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকরী পরিবর্তনকে অনুঘটক করার জন্য গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে কাজ করে।
একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :