রাজধানীর পল্টন থানাধীন গূলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে দুই বাসরর চাপায় মোহাম্মদ সুমন ( ৮ বছর ) বয়সী এক শিশু নিহত হয়েছে। সে পেশায় একজন হকার।
বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে পাঁচটার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটিকে( ঢামেক ) হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক(এস আই) অতিস কুমার বিশ্বাস জানান, আজ বিকেলের দিকে আহাদ পুলিশ বক্স সংলগ্ন মসজিদের সামনে একটি বিআরটিসি বাস পিছনের দিকে ব্যাগ করার সময় শিশুটির আরেকটি বাসের সাথে চাপা খায় এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, শিশুটি বাসে হকারি করতো তার পিতার নাম আব্দুস সামাদ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ফাইসা গ্রামে। তারা স্টেডিয়াম এলাকায় ভাসমান হিসেবে বসবাস করত। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গের রাখা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :