AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদপুরে ভবনের রড পড়ে পথচারীর মৃত্যু


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:৩৫ পিএম, ৭ এপ্রিল, ২০২৪
মোহাম্মদপুরে ভবনের রড পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পাইলিংয়ের রড মাথায় পড়ে মোহাম্মদ হাসান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় বায়ো ফার্মাসিউটিক্যালসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন।

শনিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

রাতে মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোডে নামাজ পড়তে যাচ্ছিলেন হাসান। নির্মাণাধীন সেই বিল্ডিংয়ের সামনে দিয়ে যাবার সময়, তার মাথায় ভবনটির পাইলিংয়ের রড ভেঙে পড়লে গুরুতর আহত হন তিনি। দ্রুতই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময়, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসানকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন নিহতের স্ত্রীর বড়ভাই। সাত মসজিদ হাউজিংয়ের সেক্রেটারি সোহেলকে মামলার প্রধান আসামি করাসহ নির্মাতা প্রতিষ্ঠানের ৬ জনকে দায়ি করে মামলাটি করা হয়।

উল্লেখ্য, সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজউক জানায়, ভবনটির নকশার অনুমোদন ছিল না। হাসানের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


একুশে সংবাদ/য.ট.প্র/জাহা

 

Link copied!