রাজধানীর ভাসানটেকের একটি বাসায় লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই আগুনে দগ্ধ ছয় জনের মধ্যে পাঁচ জনের মৃত্যু হলো। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও একজন।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।
সর্বশেষ প্রাণ হারানো শিশুটির নাম সুজন (৯)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল লিটন চৌধুরীর ছেলে। বর্তমানে তারা ভাসানটেকে পরিবার নিয়ে থাকতো।
এর আগে সুজনের মা সূর্য বানু, বাবা লিটন চৌধুরী, বোন লামিয়া, নানী মেহেরুন্নেসা ওই আগুনের ঘটনায় মারা গেছেন। জীবিত আছে শুধু বড় বোন লিজা। তার অবস্থাও আশঙ্কাজনক।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শিশুটির শরীর ৪৩ শতাংশ দগ্ধ ছিল। ওই পরিবারে দগ্ধদের মধ্যে সুজনের বড় বোন লিজা চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, ১২ এপ্রিল ভোর চারটার দিকে পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নং এল বাড়ির নিচ তলায় একটি রুমে ওই আগুনের ঘটনা ঘটে। কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাসে ওই বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ এক পরিবারের ছয় জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :