সময়ের আগে বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে।
আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম। কিন্তু উপযুক্ত সময়ের আগেই বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে। লালচে গোলাপি ও কিছুটা সবুজ রঙের লিচুগুলো পরিপক্ব হয়ে বাজারে আসতে এখনো ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগার কথা। অতি মুনাফার আশায় আগেই নিয়ে আসা হয়েছে এ লিচু।
ভালো জাতের কোনো লিচু এখনো বাজারে আসেনি। বাজারজুড়ে বিক্রি হচ্ছে মূলত বারোয়ারি জাতের লিচু। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাজারে আসবে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লিচু। এর ঠিক পরেই আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু।
এরকম অপরিপক্ষ লিচুতে বাজার সয়লাব।
রোববার (১৯ মে) রাজধানীর রাজধানীর গুলিস্তান, মতিঝিল, পল্টন, শাহবাগ, মালিবাগ এলাকায় ফুটপাত দখল করে দেদার বিক্রি হচ্ছে এসব অপরিপক্ব মৌসুমী ফল। এগুলে দেখার দায় কার?
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :