রাজধানীতে হাজারো পরিচ্ছন্নতা কর্মী আছে যারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করেন।
যৎসামান্য আয়ে দুর্বিষহ অবস্থায় চলে তাদের জীবন।
পরিছন্নতা কর্মীর বসবাসের ঠাঁই হয় রাস্তার ধারে, রেল লাইনের পাশে, অথবা মাঠের কোন এক কোনায়।
অর্ধাহারে অনাহারে কাটে তাদের জীবন। অথচ তাদেরকে ব্যবহার করা মানুষগুলো ফুলে-ফেপে সম্পদশালী বলে যান মুহুর্তেই।
আপনার মতামত লিখুন :