ঢাকা-আরিচা মহাসড়কে একটি ডাবল কেবিন পিকআপে আগুনের ঘটনা ঘটেছে। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, আগুন লাগার পর উৎসুক জনতা ভিড় করেন। ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। যদিও পুলিশ আসার পর যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
গাড়ির ভেতরে চালকসহ তিনজন ছিলেন। তারা জানান, পিকআপটি হেমায়েতপুরের একটি কোম্পানির গাড়ি। রাজধানীর নবাবপুর থেকে কিছু সরঞ্জাম কিনে অফিসে ফিরছিলেন তারা।
চলন্ত অবস্থায় আমিনবাজার আসতেই গাড়ির ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও বিফল হন তারা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে গাড়িটির লোহার বডি ছাড়া বাকি সব পুড়ে গেছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :