AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘টিকাটুলি’ নামের রহস্য জানেন কি?


Ekushey Sangbad
শাহ আলম ডাকুয়া
০৪:৫৯ পিএম, ২৬ জুন, ২০২৪
‘টিকাটুলি’ নামের রহস্য জানেন কি?

                                                                          ‘টিকাটুলি’ নামের রহস্য জানেন কি?


বর্তমান গোপীবাগ, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট (হাটখোলা) কাপ্তান বাজার লাগাওয়া এলাকাসহ বিরাট এলাকা ছিল টিকাটুলির আওতায়। বর্তমানে ২০২৪ সালে ছোট ছোট এলাকায় ভাগ হয়ে নতুন নামকরণে নতুন জায়গা ও সড়ক হয়েছে। 

ঐতিহাসিক রোজ গার্ডেন, টিকাটুলি

এই টিকাটুলি এলাকায় তামাক ব্যবসা ও কিছু তামাকের সাথে জড়িত কারিগররা থাকতেন। টিকাটুলি নামের সঙ্গে জড়িত রয়েছে ঢাকাবাসীর অতীত তামাক-বিলাসের স্মৃতি। 

রামকৃষ্ণ মিশন, টিকাটুলি

কাঠ-কয়লার গুঁড়া দিয়ে গোল করে এক রকম জিনিস বানানো হতো এখানে, যা ‘টিকিয়া’ নামে পরিচিত ছিল।

অতীতে তামাক সাজানোর পর আগুন দিতে এই গোল গোল টিকিয়া ব্যবহার করা হতো। এই টিকিয়া প্রস্তুতকারীরা একত্রে একটি নির্দিষ্ট এলাকায় বসবাস শুরু করলে, সেই এলাকার নাম হয় টিকিয়া পরে ‘টিকাটুলি’।

রাজধানী সুপার মার্কেট, টিকাটুলি

টিকিয়া বানানোর তরিকা কারিগররা খুব গোপন রাখতেন। যারা বানাতে পারতেন, তারা তা নিজেদের মধ্যেই রাখতেন এবং সাধারণ কাউকে ভুলেও জানাতেন না। 

রাজধানী সুপার মার্কেট

এজন্য তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে টিকিয়াও বিলুপ্ত হয়ে গেছে। তবে রয়ে গেছে টিকাটুলি।

একুশে সংবাদ/ এসএডি
 

Link copied!