দীর্ঘ ৬ ঘণ্টা একটানা অবরোধের পর বিকেল ৫টার দিকে বসুন্ধরা গেট ও নতুন বাজার আমেরিকান দূতাবাস সংলগ্ন রাস্তা থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৬ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রাখেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের বিভিন্ন পয়েন্ট ৬ ঘণ্টা একটানা অবরোধ করে রাখেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। এ সময় বন্ধ হয়ে যায় এই সড়ক দিয়ে যান চলাচল।
বিকেল ৫টার দিকে বসুন্ধরা গেট ও নতুন বাজার আমেরিকান দূতাবাস সংলগ্ন রাস্তা থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা থাকলেও নতুনবাজারে বিচ্ছিন্ন হামলার ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিকেল ৫টায় অবরোধ তুলে নেয়ার পরপরই শুরু হয় যান চলাচল। এ সময় যানবাহনে উঠতে হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের মধ্যে।
একুশে সংবাদ/স.ট./ এসএডি
আপনার মতামত লিখুন :