রাজধানীর ওয়ারী হাটখোলা মোড় এলাকায় আল আমিন ভুঁইয়া (৪২) ও তার আপন ছোট ভাই নূরুল আমিনকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আল আমিন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে সাড়ে ১২টায় এবং নুরুল আমিনকে দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাই রুহুল আমিন জানান, আমার ভাই আল আমিন ওয়ারী থানার বিএনপি মূল দলের যুগ্ম সম্পাদকের পাশাপাশি একটি পত্রিকায় কাজ করতেন। আর নুরুল আমিন পাঠাও মোটরবাইকচালক ছিলেন। আমরা খবর পাই আমার দুই ভাইকে কে বা কারা কুপিয়ে গুরুতর আহত করে ওয়ারীর হাটখোলা মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কে বা কারা আমার দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না। বিষয়টি জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আমাদের বাসা ওয়ারির দুই নম্বর কে এম দাস লেন এলাকায়। আমরা শামসুদ্দিন ভূঁইয়ার সন্তান। আমরা তিন ভাই, দুই বোন। নিহত আল-আমিন এক সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :