রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ডিজিএফআই’ পরিচয়ধারী ১১ ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার একটি বাসায় ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার এফ ব্লকের ২৭ নম্বরের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেন ১১ ডাকাত। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা ডাকাতদের একটি বাড়িতে আবদ্ধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ১৫ জনের একটি ডাকাত দল ডিজিএফআই পরিচয়ে ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িটির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। এরপর ডাকাত দলের নয়জনকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্থানীয়রা। এরপর সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ডাকাত দলকে পুলিশের কাছে সোপর্দ করে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সেনাবাহিনী আমাদের কাছে ১১ ডাকাতকে হস্তান্তর করেছে। তারা ডাকাতির চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :