রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০ এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, একটি বিদেশি ওয়লথার পিপিকে ৭.৬৫ পিস্তল (মেড বাই জার্মানি), ৭ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :