AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনটিআরসিএ নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ৫ দাবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
এনটিআরসিএ নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ৫ দাবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা সরাসরি নিয়োগ কার্যকর করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ৬০ থেকে ৭০ জনের মতো নিয়োগপ্রত্যাশী শিক্ষক।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। তবে শাহবাগ মোড়েই পুলিশি বাধা দেয়। এরপর পাঁচ জনের প্রতিনিধি দল যাওয়ার প্রস্তাব দেয়া হয়।

আন্দোলনকারীদের ৫ দাবি হলো:

১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সের নিবন্ধন সনদ অর্জন করেছেন, তাকে সেই বয়সানুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ কার্যকর করতে হবে।

অনতিবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

শুধু ১ থেকে ১২তম ব্যাচের জন্য আলাদা করে মেরিট অনুযায়ী ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করতে হবে।

১ থেকে ১২তম ব্যাচের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত রেজাল্ট প্রকাশ ও নতুন পরীক্ষা গ্রহণ বন্ধ রাখতে হবে।

৬০ হাজার জাল সনদধারীকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!