জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত এবং গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসনসহ রাষ্ট্রের কাছে ৭ দফা দাবি জানানো হয়েছে। সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সমন্বয়ক (মোহাম্মদপুর থানা) জিহাদ ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে ৭৩৭ জন জীবন দিয়েছেন। আর আন্দোলনে আহত হয়েছেন ২৩ হাজারের বেশি। এর মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন। গতকাল সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
শহীদ পরিবার ও আহতদের ৭ দফা দাবি হলো:
১. মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেয়া হতো ২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের অতিদ্রুত সে মানের চিকিৎসা দিতে হবে।
২. ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা নিয়েছে তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে।
৩. শহীদ পরিবার ও আহতদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৪. ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতিবছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণ করে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে।
৫. গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, যারা অঙ্গ হারিয়েছেন; একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনো ডাক্তার বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৬. দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে উক্ত সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
৭. আগামীতে রাষ্ট্র সংস্কারে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মতামত গ্রহণ করতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :