AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ডিএনসিসি‍‍`র চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ এএম, ৩১ অক্টোবর, ২০২৪
বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ডিএনসিসি‍‍`র চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চারজন আহত পরিচ্ছন্নতা কর্মীকে দেখতে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

বুধবার (৩০ অক্টোবর ২০২৪) রাত ১০টায় তিনি আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, বুধবার সকালে ডিএনসিসি‍‍`র ৩২নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে ময়লায় থাকা বোমা বিস্ফোরণ হয়ে ০৪ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়। আহত পরিচ্ছন্নতা কর্মীরা হলেন মোঃ আলমগীর হোসেন (৩৬), মোঃ ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে আহতদের শারিরীক অবস্থার এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে তবে সকলেই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।  

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন ডিএনসিসি‍‍`র পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সকল ব্যবস্থা করা হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!