আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঢাকা জেলা জজ শীপ মিনিস্ট্রিয়াল কর্মচারী কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৪ -২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সকলের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনের ১৭ টি পদের মধ্যে ১৩ টি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ২ টি পদের বিপরীতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের সভাপতি পদে মুহাম্মদ হারুন সরদার ও মোঃ শরীফ উদ্দিন ভূইয়া এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান (মামুন) ও দ্বীন ইসলাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন - সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি আল-হেলাল মিয়া, মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান আহমেদ বাঁধন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সৌরভ হোসেন, ট্রেজারার মোঃ মাহমুদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াছিক সরকার, দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, প্রচার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইয়াছিন সরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাম্মী সিদ্দীক, এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ রাজু খান, কাজী মিজানুর রহমান এবং এস এম শফিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি পদে মুহাম্মদ হারুন সরদার ও মোঃ শরীফ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান (মামুন) ও দ্বীন ইসলাম জানান, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের সকল প্রার্থী আমাদের পরিবারের মত। তাই এখানে যেই জয়ী হোক তাদের নিয়ে কর্মচারীদের জীবনমান উন্নয়নের কাজ করব।
একাধিক ভোটার বলেন, আজকে আমাদের মিলন মেলা। খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, প্রার্থীরা সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন। তাছাড়া এখানে যারা রয়েছেন সবাই একে অন্যের পরিবারের মতো। তাই এখানে বিশৃঙ্খলা হওয়ার মতো কোনো কারণ নেই। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছে। এ পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
আপনার মতামত লিখুন :