আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
শুক্রবার ২৯ নভেম্বর) রাজধানীর নর্দা ওই সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে দুটি প্যানেলে ২৩ টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২০৯ জন।
নির্বাচনে কামাল হোসেন সমর্থিত প্যানেলে মোঃ কামাল হোসেন, মোহাম্মদ চুন্নু, মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া, মোঃ মতিউর রহমান (সুজন), মোঃ সোহেল মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ মাসুদ রানা (গোলাম ছান্দানী), মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, মোঃ আল-আমিন, মোঃ লিটন তালুকদার, মোঃ সেলিম রেজা, মোঃ মনির আহম্মদ, মোঃ বদরুল আলম, শ্রী সুকুমার সরদার, মোঃ বাচ্চু, মোঃ জসীম উদ্দিন, মোঃ এম এ হামিদ, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ জুলহাস ফারাবী, মোঃ ইয়াকুব ও মোঃ তুহিনুল ইসলাম (বাবু) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজম সমর্থিত প্যানেলে মোঃ আলী আজম, মোঃ কাইয়ুম হোসেন, হাবিব লস্কর, ফরিদ, মোহাম্মদ আলী হোসেন, মোঃ ইউনুছ সরকার, মোঃ মনির হোসেন, মোঃ জালাল হোসেন, মোঃ সিরাজ মিয়া, মোঃ শরিফুল ইসলাম (সোহাগ), নূর হোসেন সোহেল, মোঃ আতিক রহমান, মোঃ শাহাবুদ্দিন, মাইনুদ্দিন পাটোয়ারী, শ্রী শিতারাম পার্শি, মোঃ কাশেম আলী এবং মোঃ আখতারুজ্জামান (আক্তার) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালী সময়ে একাধিক প্রার্থীরা একুশে সংবাদকে বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে যারা প্রার্থী রয়েছেন, সকলে এক অন্যের পরিবারের মতো। তাই আগামী দিনে নির্বাচনে যেই জয়ী হোক, তাদের নিয়ে সমিতির উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা সব ধরনের আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। তাছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
একুশে সংবাদ/বাবু/এস কে
আপনার মতামত লিখুন :