AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক দল ‍‍`ইনসানিয়াত বিপ্লবের‍‍` সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৫ পিএম, ৩০ নভেম্বর, ২০২৪
রাজনৈতিক দল ‍‍`ইনসানিয়াত বিপ্লবের‍‍` সংবাদ সম্মেলন

রাজনীতি ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন এর আয়োজন করে সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই সমাবেশ বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়ায়, তা গণতন্ত্র হত্যাকারী ও নাগরিকত্ব হরণকারী মনোভাব পোষণ করে। সব দলকে কথা বলার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে অন্তর্বর্তী ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন কি ভাবে সম্ভব প্রশ্ন করেন তিনি? তিনি মনে করেন, কেবল প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উৎখাত ও রাষ্ট্র জবরদখল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।

তিনি বলেন, জনগণের শান্তিপূর্ণ সভা সমাবেশ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা থাকার অধিকার রয়েছে। এই অধিকার হরন করে কেবল ধর্মের নামে গণতন্ত্রবিরোধী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিলে, সেই ক্ষমতাসীন মহল জঙ্গিবাদের পক্ষপাতদ্যুষ্ট হয়ে দেশ-দ্বীন-জীবন-গনতন্ত্র ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। রাষ্ট্র সবার, সকলকে স্বীকার না করলে এবং জনগণকে রাষ্ট্রের মালিক স্বীকার না করলে, তাদের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মুক্তি আসবে না।

দেশ-দ্বীন রক্ষায় ও জীবনের স্বাধীনতা নাগরিকত্ব গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম উগ্রবাদী ও উগ্র জাতিবাদী একক গোষ্ঠীবাদি অপরাজনীতি বর্জন করে সব  মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান আল্লামা ইমাম হায়াত।

তিনি আরও বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সব মানুষের সমান অধিকার-স্বাধীনতা-মালিকানা-মর্যাদা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের মাধ্যমেই কেবল সকল অপশক্তির জবরদখল থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তি নিশ্চিত।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ

Shwapno
Link copied!