মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী আগামী ২৫ ও ৩১ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারিও টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
বাকি দিনগুলোতে স্বাভাবিক নিয়মে প্রতিদিনি সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রোরেলে প্রতিদিন চলাচল করে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার নির্ধারিত কিছু সড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময় বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনাও প্রদান করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :